আলফাডাঙ্গায় বসতভিটা রক্ষার্থে নি:স্ব কৃষক ইছাক বিশ্বাস

আলফাডাঙ্গায় বসতভিটা রক্ষার্থে নি:স্ব কৃষক ইছাক বিশ্বাস

আলফাডাঙ্গা প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্রয়কৃত জমির উপর বাড়ি করে বসবাস করছেন কৃষক ইছাক বিশ্বাস ও তার ভাইয়েরা। কিস্তু একটি প্রতিপক্ষের মামলায় বসতভিটা রক্ষার্থে নি:স্ব কৃষক ইছাক বিশ্বাস গং।

মামলা সুত্রে জানা যায়, উপজেলাধীন টিগরপাড়া গ্রামের ইছাক বিশ্বাস গং গত ৩ জুন ১৯৯৯ সালে ১১৬২ নং খোস কবলা দলিল মুলে সি.এস রেকডিও মালিক মৈজদ্দিন শেখের ছেলে শফিজদ্দিন শেখের নিকট হইতে ইছাক গং সি.এস ২২২ নং খতিয়ানে ৬১ নং দাগে ৩৯ শতাংশ, ১৮৭ নং দাগে ১৪ শতাংশ ও ১৮৮ নং দাগে ২২ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখলে আছে। যা বি.এস রেকড ১৬১ নং খতিয়ানে ১৫২ ও ১৫৩ নং দাগে বাড়ী ও মিলঘর ইছাক গং এর নামে হাল রেকড রয়েছে। কিন্তু একই গ্রামে বদীর উদ্দিন মোল্যার পুত্রদ্বয় আদালতে মামলা করে হয়রানী করছেন বলে দাবী ইছাক বিশ্বাসের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইছাক গং ও বদীর উদ্দিন মোল্যার পুত্রদ্বয় এর বাড়ি পাশাপাশি। উক্ত সম্পত্তিতে ইছাক গং এর বাড়িঘর, গাছপালা, রান্নাঘর রয়েছে। তিনি দির্ঘ্যদিন যাবত ভোগ দখলে রয়েছেন। কিন্তু প্রতিপক্ষের হয়রানী মুলক মামলায় ইছাক বিশ্বাস বর্তমানে নি:স্ব হয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। আদালতে মামলার বাদী রাশিদা বেগম এর সাথে যোগাযোগ করে তার সঙ্গে কথা বলা যায়নি। ইছাক বিশ্বাস প্রশাসনের নিকট সঠিক তদন্ত দাবী করেন।

More News...

নগরকান্দায় পাচারের সময় ৩০ বস্তা সরকারি চাল উদ্ধার

পূর্ব শত্রুতার জেরে পান বরজে আগুন