আজিজুর রহমান:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মণিকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ বিমান বাহিনী। শনিবার, ২ আগস্ট, দুপুরে আলফাডাঙ্গা উপজেলার বাজড়া গ্রামের শাহাবুল শেখের কন্যা রাইসা মণির কবরে এই সম্মাননা জানানো হয়।
বিমান বাহিনীর প্রধানের পক্ষে স্কোয়াড্রন লিডার জিহাদ ও ফ্লাইং অফিসার রুদাবা কামালের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এই সময় প্রতিনিধি দলটি কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় এবং পরে কবর জিয়ারত ও মোনাজাত করে। বিমান বাহিনীর কর্মকর্তারা রাইসার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এই নজিরবিহীন ও হৃদয়বিদারক ঘটনায় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং জানান যে উপজেলা প্রশাসন রাইসার পরিবারের পাশে থাকবে।
এছাড়াও, জোহরের নামাজের পর বাজড়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদে রাইসার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিমান বাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২১ জুলাই ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে রাইসা মর্মান্তিকভাবে নিহত হয়। ঘটনার চারদিন পর, ২৫ জুলাই, তাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছিল।