আধা ঘন্টা মাটির নিচে চাপা পড়ে জীবিত ফিরল নির্মাণ শ্রমিক রুবেল

আধা ঘন্টা মাটির নিচে চাপা পড়ে জীবিত ফিরল নির্মাণ শ্রমিক রুবেল

রিয়াজুল ইসলাম রিয়াজ, বিশেষ প্রতিনিধি

দুই এক মিনিট নয়, টানা আধাঘন্টা মাটির নিচে চাপা পড়ে থেকে যেন অলৌকিক ভাবে বেঁচে ফিরলেন নির্মাণ শ্রমিক রুবেল। টানা আধা ঘন্টার রুদ্ধশ্বাস চেষ্টার পরে মাটির নিচ থেকে উদ্ধার করা হয় রুবেলকে। ঘটনাটি  ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার শ্রীরামপুর গ্রামে।

জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের মাফুজার শেখের ছেলে রুবেল শেখ মঙ্গলবার ১৪( জানুয়ারী)সকাল ৭টার সময় বাড়ীর পাশের মোশাররফ হোসেনের চারতলা ভবন নির্মাণের জন্য বেইজমেন্টের নিচে ১১ফিট গভীর একটি হাউজ খুড়তে গেলে কাজ করার একপর্যায়ে উপর থেকে মাটি ভেঙে চাপা পড়ে যায়। অন্য পাশে থাকা শ্রমিকরা চিৎকার দিয়ে মানুষ জড়ো করে সকলে মিলে রুবেল কে উদ্ধার এর জন্য চেষ্টা করে কোদাল দিয়ে মাটি তোলার সময় রুবেলের হাতের আঙ্গুল দেখতে পায় তখন উদ্ধারকারীরা স্থান সনাক্ত করতে পারে এই খানে আছে, দীর্ঘ ৩০ মিনিট মাটি খুড়ার পর তাকে জীবিত  উদ্ধার করার হয়, এ সময় রুবেল অজ্ঞান ছিল ও হাতের আঙ্গুলে কোদালের কোপ লেগে আহত হয়।

ভবন মালিক মোশারফ হোসেন বলেন মাহফুজার ভাই ও তার ছেলে কে আমার বিল্ডিংয়ের হাউজ খুড়ার কাজ কনটাক্ট দিয়েছি কাজ শেষ পর্যায়ে আজ সকালে কাজে আসার পর এই দুর্ঘটনা ঘটে আমি ফায়ার সার্ভিসে ফোন করি তারাও এসেছিল আমরা তাকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করি সে এখন সুস্থ আছে।

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবিদ আমাদের আলফাডাঙ্গাকে জানান সকালে ফায়ার সার্ভিসের লোকজন রুবেল নামে একজন লোক নিয়ে আসে আমরা চিকিৎসা দিয়েছি সে এখন সুস্থ আছে এবং তার হাতের আঙ্গুল কাটা আছে বেন্ডেজ করে দিয়েছি ভর্তি আছে চিকিৎসা চলমান রয়েছে সে এখন শংকা মুক্ত । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।