মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন বাইতুল আহাদ জামে মসজিদে শুক্রবার দৈনিক ঘোষনা পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক এসএম জহিরুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণাপত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান ও রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মাইনুল ইসলাম। উল্লেখ্য জনাব এস এম জহিরুল ইসলাম দৈনিক ঘোষণা পত্রিকায় প্রায় ৯ বছর যাবত সম্পাদনার দায়িত্বে নিয়োজিত আছেন। এছাড়াও তিনি সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা,নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক আর জে এফ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন। তিনি প্রায় দুই সপ্তাহ যাবত বিভিন্ন অসুখ-বিসুখে ভুগছেন। তার সুস্থতা কামনায় বাইতুল আহাদ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মাহবুবুর রহমান তার পূর্ণাঙ্গ সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত সম্পূর্ণ করেন। উক্ত দোয়া অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক মুসল্লী মোনাজাতে অংশগ্রহণ করেন।নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান মুসল্লীদের কাছে দোয়া চেয়ে মুসল্লি দের মাঝে মিষ্টান্ন বিতরণ করেন।