গোলাম আজম মনির,ফরিদপুর থেকে:
এমন একটা বাংলাদেশ চাই যেখানে ধর্ম বর্নের কোনো ভেদাভেদ খাকবে না। সত্যিকার অর্থে যারা দেশকে ভালোবাসে তারা কখনো মানুষের প্রতি যুলম করতে পারে না। দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে জাতীয় প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জীবন থাকতে দেশের এক ইঞ্চি জমিও কাউকে দেব না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ ১ ডিসেম্বর রবিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার কর্মী সম্মেলনে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান আরও বলেন, ফরিদপুর জেলা আমাদের বিশাল আবেগের। আমাদের দু’জন মাথার তাজ সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ও সরকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা সহ জামায়াতের শীর্ষ ৫ নেতাকে নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল। ২৮ অক্টোবর ২০০৬ সাল থেকেই ফ্যাসিস্ট আওয়ামীলীগ খুনের রাজনীতি শুরু করেছিল, পিলখানার ৫৭ জন চৌকশ সেনা অফিসার হত্যার মাধ্যমে এ দেশের সামরিক বাহিনী ও তৎকালীন বিডিআরকে ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছে তারা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে ৪১ সাল পর্যন্ত লীজ দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য সেনাবাহিনী ও বিডিআর এর মত শক্তিশালী দুটি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। যারা সত্যিকারের দেশপ্রেমিক, তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যায় না। কিন্তু আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। বিগত ১৫ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি জুলুম-নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা ও জেলে ঢুকিয়েছে। এমনকি অনেকের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোরনে অনেককে হত্যা নির্যাতন করেছে। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল হত্যা ও নির্যাতনের বিচার চাই।
ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাও. মুহাম্মদ বদরুদ্দীন এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জামায়াত এর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, জেলা জামায়াত এর সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এর ছেলে আলী আহমাদ মাবরুর প্রমুখ।