ফরিদপুর প্রতিনিধি :
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে ফরিদপুর জেলায় লিখিত পরীক্ষায় এস এম শামীম (২৮) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ১২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে লিখিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।
এস এম শামীম ফরিদপুর কোতোয়ালি থানার মুরারীদহ গ্রামের মৃত এস এম বিল্লাল শেখের ছেলে। তিনি বিকুল তালুকদার (১৯) নামে এক পরীক্ষার্থী (যার রোল নং- ৫৫১০৬৩৬) সেজে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকালীন তাকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করা হয়।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) বলেন, ফরিদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে লিখিত পরীক্ষায় এস এম শামীম নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।