নগরকান্দা প্রেসক্লাব দ্বিবার্ষিক নির্বাচন!  ৯ নভেম্বর ভোট

নগরকান্দা প্রেসক্লাব দ্বিবার্ষিক নির্বাচন!  ৯ নভেম্বর ভোট

মিজানুর রহমান, নগরকান্দা :

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাব এর দ্বি বার্ষিক নির্বাচন ২০২৪ আগামী ৯ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।১৫ অক্টোবর ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রেসক্লাবের নির্বাচনে নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এ, কে, এম, সাইদুর রহমান বাবলু,নির্বাচন কমিশনার মোঃ শামসুল হুদা হুদু,মাহবুব আহাদ।

সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বোটারা তাদের ভোট প্রয়োগ করতে পারবে।এ নির্বাচনে  প্রেসক্লাবের ৩৬ জন সাংবাদিক সদস্যের নাম চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করা হয়।

নির্বাচনে সভাপতি পদে ২ জন- শওকত আলী শরীফ(দৈনিক ঢাকা প্রতিদিন) ও বোরহান আনিস (দৈনিক সমকাল)।

সহ-সভাপতি ৪ জন-মিজানুর রহমান মিজান(দৈনিক জনতা ও দৈনিক বাঙ্গালী সময়), বেলায়েত হোসেন লিটন ( দৈনিক খবর পত্র), জাকির হোসেন জাকারিয়া (দৈনিক গণসংহতি),এহসানুল হক ( দৈনিক খোলা চোখ)।

সাধারণ সম্পাদক পদে ৩ জন- লিয়াকত হোসেন

(দৈনিক মানবজমিন),মাহফুজুর রহমান(দৈনিক যায়যায়দিন),নিজাম লাকি(দৈনিক ভোরের কাগজ)।

নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী হয়ে একে অপরের কাছে ভোট ও দোয়া কামনা করছেন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,কোষাধক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ,কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সাইফ,হাবিবুর রহমান পান্নু,মনিরুজামান মোল্লা।