শাহজাহান হেলাল, মধুখালী :
গত ৫ আগস্ট মধুখালী থানা ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামীলীগ নেতা ও সাবেক মধুখালী পৌর কাউন্সিলর এসএস আলমগীর হোসেনসহ দুইজন গ্রেফতার হয়েছে।
জানা যায়, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় সমগ্র বাংলাদেশে কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলসমূহ দেশের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করে। প্রতিটি সরকারী গুরুত্বপূর্ণ ভবনসহ থানায় হামলা করে পুলিশের অবকাঠামো ভাংচুর ও অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের মারপিট করে মৃত্যু ঘটায়। তারই ধারাবাহিকতায় উপজেলার ৮/৯শ দুষ্কৃতিকারী মিছিল করতে করতে ৫ আগস্ট ২০২৪খ্রি. বিকেল ৫টায় মধুখালী থানার গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে থানায় রক্ষিত যানবাহন, মূল্যবান জিনিসপত্র ভাংচুর ও পুড়িয়ে দেয়।
৫ নভেম্বর রাতে আওয়ামীলীগ নেতা ও সাবেক মধুখালী পৌর কাউন্সিলর এসএম আলমগীর হোসেনকে পৌরসভার পূর্ব গাড়াখোলা নিজ বাড়ী থেকে এবং অপর আসামী মোঃ আয়নাল হক বাবুর্চীকে পূর্ব গাড়াখোলা আশ্রায়ন থেকে গ্রেফতার করে পুলিশ। আসামীদের কোর্টে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এসআই মোঃ লিয়াকত হোসেনের কাছে তার মোবাইলে আসামীদের অধিকতর জিজ্ঞাসাবাদের আবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আবেদন করেছি।
আগামী ১০ নভেম্বর ২০২৪ আবেদনের উপর শুনানী হবে। ঐদিন জানা যাবে জিজ্ঞাসাবাদের বিষয়টি।