আলফাডাঙ্গায় শহীদদের স্মরণে জামায়াত ইসলামীর মহা সম্মেলন 

আলফাডাঙ্গায় শহীদদের স্মরণে জামায়াত ইসলামীর মহা সম্মেলন 

মোঃ শাহিদুল ইসলাম :

ফরিদপুরের আলফাডাঙ্গায় শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  আলফাডাঙ্গা উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ২৮ শে অক্টোবর সোমবার উপজেলা সদরে আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় এর সংলগ্ন মোড়ে বিকাল ৪টায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

 বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা শাখার আমির মাও: মোঃ কামাল হোসাইন এর সভাপতিত্বে আলফাডাঙ্গা পৌর শাখার,জামায়াত ইসলামীর, আমির প্রভাষক মোঃ ওয়াহিদুল ইসলাম এর সন্ঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জেলা সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য, অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী। আরো বক্তব্য দেন শরিয়াতপুর জেলা সেক্রেটারী মাওলানা মোঃ শাহাবুদ্দিন, মাওলানা আবুল হাসান, নায়েবে আমির, মাওলানা রেদোয়ান, সাংগঠনিক সম্পাদক। মোঃ মনিরুজ্জামান, যুব সম্পাদক, মাওলানা নিজামুদ্দিন, সহকারীর সেক্রেটারি। মোঃ ওহিদুজ্জামান, পৌর আমির, মাওলানা হুসাইন আহমেদ, ওলামা সম্পাদক। হাফেজ মুয়াজ, ছাত্র সম্পাদক। আরো বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ আলোচনা করেন।