রিয়াজুল ইসলাম রিয়াজ:
ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানিমুলক মামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর ( সোমবার) বিকেলে নিজ কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মামলা সুত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খরসু বাদী হয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নামে ও অজ্ঞাত নামা দেড় হাজার নেতা কর্মীর নামে মামলার আবেদন করেন ফরিদপুর আদালতে। মামলায় আলফাডাঙ্গা প্রেসক্লাব সভাপতি এনায়েত হোসেন ও কার্যকরী সদস্য কামরুল ইসলামকেও আসামী করা হয়। মিথ্যা, মনগড়া মামলার প্রতিবাদে অংশ নেন প্রেসক্লাবের সদস্যরা।
প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনা ও সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গার প্রকাশক ও সম্পাদক সেকেন্দার আলম, সৈয়দ আমিনুর রহমান আচ্চু, মোঃ কামরুল ইসলাম, কামরুল ইসলাম ভূইয়া।
প্রেসক্লাব সভাপতি এনায়েত হোসেন তার বক্তব্যে বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত আলফাডাঙ্গা প্রেসক্লাব সুনামের সাথে বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ প্রচার করে আসছে। সমাজের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে প্রচার ও প্রতিবাদ করছে।এলাকার সকল অসংগতি দুর করতে সতা তৎপর রয়েছে আলফাডাঙ্গা প্রেসক্লাব কর্মরত সকল সাংবাদিক। সেই সাংবাদিক সমাজেও একটা শ্রেনীর কু চক্রী মহল তাদের হীন স্বাঁর্থ চরিতার্থ করার অপচেষ্টা করছে। মামলা হামলা করে অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের লেখনী বন্ধ করা যাবেনা।
সাবেক সভাপতি সেকেন্দার আলম বলেন, আগেও ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমি মনে করি সাংবাদিকদের লেখনী স্তব্ধ করে দিতে এই মিথা মামলা দায়ের করা হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গভীর এই ষড়যন্ত্র রুখে দেব। তিনি দ্রুত মিথ্যা মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহারের আহবান জানান।
এ ছাড়া প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, কার্যকরি সদস্য শাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ।