শত্রুদের সাথে আপন ভাইয়ের আতাত! মা ও বোনকে বাড়ী ছাড়া করতে নানা কৌশল প্রতারক মির্জা’র

শত্রুদের সাথে আপন ভাইয়ের আতাত! মা ও বোনকে বাড়ী ছাড়া করতে নানা কৌশল প্রতারক মির্জা’র
Oplus_131072

বিশেষ প্রতিনিধি :
শত্রুদের সাথে আপন ভাইয়ের আতাত! মা ও বোনকে বাড়ী ছাড়া করতে নানা কৌশল অবলম্বন করছে মা-বাবার অবাধ্য কুলঙ্কার সন্তান, ঝিনাইদহ জেলায় নাম মাত্র কিন্ডারগার্টেন বিদ্যালয়ের পরিচয় দানকারী এক প্রতারক শিক্ষক শেখ মির্জা। তার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে। সে কখনও বোয়ালমারী উপজেলায়,কখনও ফরিদপুর, মাগুরা এবং কখনও ঝিনাইদহ কোচিং বাণিজ্য করে থাকে। তার বাবা একজন সুনামধন্য ব্যক্তি যুদ্ধকালীন নৌ-কমান্ড বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীর। মির্জা গত ২০ বছর এলাকায় আসবেন না,এবং ক্যান্সার আক্রান্ত বাবা ও বৃদ্ধ মাতার খোজ খবর রাখেন না। অসুস্থ পিতা মাতার খবর না রাখার কারনে বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবীর তার কন্যা তৃন্না বেগম কে নিজ নামের জমি ও সরকার দেওয়া বীর নিবাস টি লিখে দেন। সেই থেকেই শুরু করে বৃদ্ধ মাতা ও বোন এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও শত্রুদের সাথে হাত মিলিয়ে মিথ্যা মামলা এবং শারীরিক নির্যাতন। বীর কন্যা পিতার দোওয়া বীর নিবাস রক্ষায় প্রতিপক্ষের হামলা শিকার হয়েছে। তার থেকে বাদ পড়েনি বৃদ্ধ মাতাও। আদালতে ১৪৪/১৮৮ মামলা করেও রক্ষা পাইনি বীর মুক্তিযোদ্ধা রেখে যাওয়া বসত বাড়ি, দুইটি টিনের ঘর ও ঘরে থাকা প্রয়োজনীয় মালামাল লুট করে ভেঙে নিয়ে যায় এবং জায়গা জোর করে দখল করে দলভুক্ত লাঠিয়াল বাহিনী, বাধা দেওয়ায় বীর এর স্ত্রী ও মেয়ে এবং নাতিকে হত্যার উদ্দেশ্য বেদম মারপিট রক্তাক্ত জখম করে হাসপালের পাঠিয়েছে জমি দখলকারী ও লুটেরা। থানায় মামলা করেও শেষ এখানেই না, এখন বখাটে মির্জা শত্রুর সাথে হাত মিলিয়ে মা ও বোন কে গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে বীর নিবাস দখলের পায়তারা করছে। মোবাইল ফোনে হুমকি দিচ্ছে মা কে-বীর নিবাস ছেড়ে দেওয়ার জন্য এবং এলাকার বখাটে নেশাগ্রস্তদের টাকা দিয়ে যে কোন সময় মেরে ফেলতে পারে বলে থানা লিখিত অভিযোগ করেছে মা ও তার বোন।

অনেক বার মির্জা নম্বরে ফোন দিলে ও ফোন রিসিভ করে নাই।
চলমান—