ডাক্তার নাজমুল হাসানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাক্তার নাজমুল হাসানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
oplus_0

আলফাডাঙ্গা প্রতিনিধি:

‘দাবি এক ডাক্তার নামজুলের পদত্যাগ, দুর্নীতিবাজ হাটাও স্বাস্থ্য কমপ্লেক্স বাঁচাও, এক দফা এক দাবি নামজুল হাসানের পদত্যাগ। এমন স্লোগানো স্লোগানে মুখরিত হয়ে উঠে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বর ও বাজারের প্রধান প্রধান সড়ক।

বৃহস্পতিবার সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী প্লেকার্ড হাতে আলফাডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসানের পদত্যাগের জন্য বিক্ষোভ সমাবেশ করে।  শিক্ষাথীরা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যে প্রবেশ করে নামজুলের রুমে তালা মেরে দেন। এসব ডাক্তার নামজুলকে হাসপাতালে পাওয়া যাইনি। এরপূর্বে গত ১০ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন।

সমাবেশে আগত শিক্ষার্থীরা জানান, আলফাডাঙ্গা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নাজমুল হাসান উক্ত প্রতিষ্ঠানে প্রায় একযুগ চাকুরীতে যোগদান করেন। চার বছর আগে পদন্নতি হয়ে একই প্রতিষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হন। এরপর থেকে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নখাতে দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন।

খবর নিয়ে জানা যায়, বৃহস্পতিবার কঠোর আন্দোলন হবে এমন খবর জানতে পেরে ডাক্তার নামজুল হাসান বুধবার গভীর রাতে হাসপাতল ছেড়ে পালিয়ে যায়।