আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিল করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নেতাকমর্ীরা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর মঙ্গলবার সকালে আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় উপজেলা বিএনপির নেতাকমর্ীরা একটি আনন্দ মিছিল বের করেন।
মিছিলটি আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খশবুর খোকনের নেতৃত্বে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হেমায়েত হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য প্রধান করেন,ফরিদপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কুদ্দুস শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালে মুছা, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ মহিউদ্দিন ও উপজেলা বিএনপির নেতা নজরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারাণ সম্পাদক তাহের আহম্মেদ শুভ, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ, বিএনপির নেতা কালাম মুন্সী ও বিশিষ্ট ব্যবসায়ী বিএনপির নেতা তাজমিউনুর রহমান তুহিনসহ উপজেলা ও পৌরসভার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকমর্ীরা উপস্থিত ছিলেন।