বাংলাদেশ প্রেস কাউন্সিলে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ প্রেস কাউন্সিলে সেমিনার অনুষ্ঠিত
Oplus_131072

স্টাফ রিপোর্টার:

রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সদস্য সাংবাদিকদের অংগ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে সেবা গ্রহীতা ও অংশীজনের অংশগ্রহনে সেমিনার ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচাপতি মোঃ নিজামুল হক নাসিম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সুপারনিটনেডন্টে মোঃ শাখাওয়াত হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ এর চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম। এই সেমিনারে সারাদেশ থেকে আসা আরজেএফ এর ৬০ জন সদস্য সাংবাদিক অংশগ্রহন করেন। সেমিনারে ২য় পর্বে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।