বিপ্লব কুমার দাস, ভাঙ্গা:
ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে আজ বুধবার। বর্তমানে দক্ষিণবঙ্গের মানুষ কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে পরিবহণে চলাচল করছেন। এখন ট্রেন চলাচলের মধ্য দিয়ে আরেক ধাপ এগিয়ে গেল এ অঞ্চলের মানুষের ভাগ্য।
আজ থেকে রীতিমতো পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত নতুন রেলপথে রেল চলাচল শুরু হবে। তাই ভাঙ্গাসহ দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ।
খোঁজ নিয়ে জানা যায়, জনগণের মুখে মুখে এখন ট্রেনে করে পদ্মা সেতু হয়ে ঢাকা যাবেন তারা। এজন্য ভাঙ্গা রেলস্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে ভিড় করছেন। রেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু না করায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন তারা।
এ ব্যাপারে ভাঙ্গা রেল স্টেশনের টিকিট মাস্টার মো. আরিফ জানান, স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে আজ বুধবার থেকে শুরু হবে। কিছু লোক প্রতিদিন অগ্রিম টিকিট কাটার জন্য ভাঙ্গা রেলস্টেশনে আসছেন; কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো টিকিট হাতে পাইনি তবে অনলাইনে টিকিট কেনাবেচা শুরু হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল থেকে ভাঙ্গা রেলস্টেশন থেকে ভাঙ্গা-ঢাকা রেলপথে টিকিট বিক্রি শুরু করেছি। যদিও প্রথমে ট্রেনের ভাড়া নিয়ে অনেক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছিল। পরবর্তীতে নতুন তালিকা অনুযায়ী টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত হয়।
ট্রেনের সময়সূচি ও ভাড়ার বিষয়ে আরও জানা যায়, বুধবার থেকে পদ্মা সেতুর উপর দিয়ে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস নতুন রুট দিয়ে যাতায়াত করবে। প্রথম সুন্দরবন এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যাবে। ওই ট্রেন সকাল ৯টা ৩০ মিনিটে ভাঙ্গায় পৌঁছবে। পরে ভাঙ্গা থেকে ফরিদপুর হয়ে রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর হয়ে খুলনা যাবে। তবে ঢাকা থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত ৭৭ কিলোমিটার ভাড়া নির্ধারণ ছিল ৭০২ টাকা। পরে তা কমিয়ে ভাড়া নির্ধারণ করা হয় ৫৪১ টাকা।
আগে আন্তঃনগরে শোভন চেয়ার ঢাকা থেকে ভাঙ্গার ভাড়া নির্ধারিত হয়েছিল ৩০৫ টাকা। বর্তমানে তা কমিয়ে ভাড়া ধরা হয়েছে ২৫৫ টাকা। এই রুটে পরিবহণে ভাড়া ২৫০ টাকা। আগের তালিকায় শোভন চেয়ারে ঢাকা-খুলনার ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৬১৫ টাকা। পরে তা কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। এই রেলপথে এসি সিটে ভাড়া নির্ধারণ করা হয়েছিল এক হাজার ৪০৯ টাকা; পরে কমিয়ে করা হয়েছে ১ হাজার ১৪৫ টাকা।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ উদ্বোধন করেন। এর আগে রাজশাহী থেকে মধুমতি এক্সপ্রেস চলাচল করছিল ভাঙ্গা পর্যন্ত। রুট বাড়ানোর পর এ ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত চলাচল করবে। ২০২৪ সালের জুনে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা রেলস্টেশন অতিক্রম করে যশোর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।