শাহজাহান হেলাল,মধুখালী:
ফরিদপুরের মধুখালীতে উপজেলা শাখা র্যুরাল জার্নালিষ্ট ফাইন্ডেশন আরজেএফ এর আয়াজনে ফাইন্ডেশনের জাতীয় কাউন্সিল উপলক্ষে সাংবাদিকদের সাথে আরজেএফ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম জহুিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই বুধবার বিকালে মধুখালী প্রেসক্লাব মিলনায়তন র্যুরাল জার্নালিষ্ট ফাইন্ডেশনের উপজেলা শাখার সভাপতি ও মধুখালী প্রেসক্লাবর যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে তিন্নমুলের প্রশিক্ষিত সাংবাদিক গঠনে বক্তব্য রাখন র্যুরাল জার্নালিষ্ট ফাইন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম জহুিরুল ইসলাম। অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: সেকেন্দার আলম শেখ, সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম,অর্থ সম্পাদক সৈয়দ আল আমিন, আরজেএফ মধুখালী শাখার সাধারন সম্পাদক মো: মতিয়ার রহমান মিয়া, সহসভাপতি মেহদী হাসান পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন আরজেএফ সদস্য সালহীন সায়াদ সাম্মী, আব্দুর রাজ্জাক রাজা,সাগর চক্রবর্ত্তী, মো: রাজিব হাসন , সজিব মাল্যা ও পার্থ রায়সহ সদস্যগণ।