আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের নতুন কমিটি

আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের নতুন কমিটি

আলফাডাঙ্গা প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির কথা জানানো হয়।

কমিটিতে মো. ইরান মোল্যাকে আহ্বায়ক, লিটন বিশ্বাস, মো. ইকলাস ফকির ও মো. ইসমাইল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ২৭ জনকে সদস্য করে মোট ৩১ বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য সদস্যরা দলের জেলা শাখার সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সেইসঙ্গে তারা যেন নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সে ব্যাপারে সবার কাছে দোয়া চেয়েছেন।

More News...

যথাযোগ্য মর্যাদায় আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস পালিত

বোয়ালমারীতে আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন