প্রতিনিধি,আলফাডাঙ্গা:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামে খান বাহাদুরদের ঐতিয্য জমিদার বাড়ি এবং জামে মসজিদ পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। এসময় তার সফরসঙ্গী হিসাবে ছিলেন তার সহধর্মিণী মিস তেরেশা আলবর।
শুক্রবার(৩১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় সময় তিনি উপস্থিত হন। আলফাডাঙ্গার বুড়াইচ গ্রামের খান বাহাদুর ঐতিয্য জমিদার পরিবার সদস্যদের সঙ্গে সু-সম্পর্কের কারনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও তার সহধর্মিণী মিস তেরেশা আলবর জমিদার বাড়ি এবং জামে মসজিদ পরিদর্শন করতে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন, খান বাহাদুরদের বংশোধর আর্কিটেক প্রকৌশলী মেরিনা তাবাচ্ছুম, ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: ইয়াছিন কবির, সহকারী পুলিশ সুপার সুমন কর, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ
,উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক, থানা অফিসার ইনচার্জ আবু তাহের, প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমূখ।