নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্লার বহিষ্কার চেয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধা ৭টায় সদর বাজারে বিএনপি নেতার ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার বানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হাদী রতন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্লা গত ইউপি নির্বাচনে বানা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমানের নৌকার প্রতীকের পক্ষে নির্বাচন করে। এই শাহিন আওয়ামীলীগের আমলে জিল্লুর দাপট দেখিয়ে বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের উপর অত্যাচার ও নির্যাতন করে এবং বিভিন্ন সময় পুলিশ দিয়ে হয়রানী করেছে।
৫ আগস্টের পরে সুযোগ সন্ধানী শাহিন মোল্লা আওয়ামীলীগ নেতা জিল্লুকে ছেড়ে নিজেই বিভিন্ন দখল বাণিজ্য, শালিশ বাণিজ্য করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যার কারনে এলাকায় দলের সম্মান নষ্ট হচ্ছে। আমরা বানা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ হতে দলের ভাবমূর্তি নষ্ট করার দায়ে শাহিনকে দল হতে স্থায়ী বহিস্কার করার জন্য জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মান্নান, বানা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন, সাবেক প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ছিরু প্রমুখ।