বোয়ালমারীতে বসত বাড়িতে হামলা!  বাধা দেওয়ায় খুনের উদ্দেশ্য কয়েকজনকে কুপিয়ে রক্তাক্ত জখম 

বোয়ালমারীতে বসত বাড়িতে হামলা!  বাধা দেওয়ায় খুনের উদ্দেশ্য কয়েকজনকে কুপিয়ে রক্তাক্ত জখম 

বিশেষ প্রতিনিধি :

পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়িতে হামলা ও ভাংচুর চালায় প্রতিপক্ষ দল। বাধা দেওয়ায় হত্যার উদ্দেশ্য ৫ জনকে কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করেছে নিতিশ বিশ্বাস গং। থানার এজাহার সুত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রাম ৮ আগষ্ট শুক্রবার সকালে চিত্র রঞ্জন বিশ্বাসের ছেলে নিতিশ বিশ্বাসের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল প্রাননাশক অস্ত্রশস্ত্র রামদা,চাইনিজ কুড়াল,চাপাতি, লোহার রড,বাঁশের লাঠি নিয়ে একই গ্রামে জগদীশ বিশ্বাসের বসত বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এ সময় জগদীশ বাধা দেওয়ায় তাকে খুনের উদ্দেশ্য কুপিয়ে রক্তাক্ত জখম করে। শোরচিৎকারে অন্যন্যরা এগিয়ে আসলে তাদের ও এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আসামিরা জগদীশ এর টিনের ঘরের বেড়া রামদা দিয়ে কুপিয়ে ঘরে প্রবেশ করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্নলংকার লুট করে নিয়ে যায়। পরে গুরুত্বর আহত জগদীশ বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, জয়ন্ত বিশ্বাস, সমীর বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, শুকলা বিশ্বাস, ইতি বিশ্বাস ও রবীন বিশ্বাস কে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জগদীশ বিশ্বাস, জয়ন্ত বিশ্বাস, বিপ্লব বিশ্বাস এর অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় রবীন বিশ্বাস বাদী হয়ে বাজিদাদপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) নিতিশ বিশ্বাস (৩৬),উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন বালা(৩৫),অগ্রণী ব্যাংক জদনন্দী শাখার অফিসার (ক্যাশিয়ার) মিলন বিশ্বাস(৩৩), জয়পাশা ফজরুল হক একাডেমি সহকারী শিক্ষক (গেম টিচার) আশুতোষ বালা(৩৬) সহ২৪ জন আরও অজ্ঞাত১৫/২০ জনের বিরুদ্ধে  থানায় মামলা দায়ের করে। মামলা নং১১/২৫। অগ্রণী ব্যাংক জদনন্দী শাখার অফিসার (ক্যাশিয়ার) মিলন বিশ্বাস বর্তমানে এ মামলায় জেল হাজতে রয়েছে। অগ্রণী ব্যাংক জদনন্দী শাখার ব্যবস্থাপক বদরুল আলম জানান, মিলন বিশ্বাস রবিবার সকালে ফোন দিয়ে মৌখিক ছুটি নিয়েছেন।  আসামি সুমন বালা বলেন,আমরা কয়েকজন এমামলায় জামিনে আছি,আমাদের লোকও হাসপাতালে ভর্তি রয়েছে।

বাদী রবীন বিশ্বাস বলেন, আমাদের কয়েকজন কে খুন করার উদেশ্য কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে, আমি মামলা করায় আসামীরা জামিনে এসে আমাকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন।

বোলামারী থানা এস আই তদন্ত কারী কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।