আলফাডাঙ্গায় গোপালপুর বাওড়ে অবৈধ জাল বিরোধী অভিযান

আলফাডাঙ্গায় গোপালপুর বাওড়ে অবৈধ জাল বিরোধী অভিযান

বিশেষ প্রতিনিধি :

আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাওড়ে অবৈধ জাল বিরোধী অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেন উপজেলা প্রশাসন।

 ২৯ জুলাই ২০২৫ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে গোপালপুর বাওড় থেকে আনুমানিক ৩,৫০,০০০/- টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ. কে. এম. রায়হানুর রহমান।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব তরুন বসু এবং আলফাডাঙ্গা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) জনাব শহীদুল ইসলাম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মৎস্যসম্পদ সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল।