নাভানা ব্যাটারীজ রোড-শো অনুষ্ঠিত 

নাভানা ব্যাটারীজ রোড-শো অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি :

নাভানা ব্যাটারী আলফাডাঙ্গা ডিলার মদিনা ব্যাটারী এন্ড আই পি এস ঘরের আয়োজনে নাভানা ব্যাটারীজ রোড-শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৬ জুলাই শনিবার বিকালে হাসপাতাল রোডে ফুড ফ্যাক্টারী লিপুর রেস্টুরেন্টে বক্তব্য রাখেন, নাভানা ব্যাটারীজ কোম্পানির বরিশাল বিভাগের আরএসএম তরিকুল ইসলাম, বরিশাল বিভাগের সার্ভিস হেড মারুফ হোসেন, ফরিদপুর এরিয়া অফিসার মো: আল মামুন,মাগুরা নাভানা ডিলার আরিফুল ইসলাম সুমন,আলফাডাঙ্গা নাভানা ডিলার সোহাগ হোসেন প্রমূখ। এ সময় নাভানা ব্যাটারী ব্যাবহার কারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাটারী ব্যাবহারকারীদের মধ্যে কয়েকজন অভিমত প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে লটারী মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।