ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সভা আহ্বান করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে।
আজ সোমবার সকাল সাড়ে দশটায় আলফাডাঙার সদর এলাকায় এই আদেশ জারি করা হয়।
আলফাডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিএনপির নাসির গ্রুপ ও ঝুনু গ্রুপ আলফাডাঙ্গার চৌরাস্তায় সকালে সভা আহ্বান করে। নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে দুই পক্ষের লোক জড়ো হতে শুরু করলে আলফাডাঙ্গা পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেয়। যেকোনো সময় সংঘাতের আশঙ্কায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।