জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
ঢাকা অফিস :
আজ ০১ মার্চ ২০২৫ শনিবার রাজধানীর বিজয়নগরের সুং গার্ডেন রেস্টুরেন্টে দিনব্যাপী সংগঠন প্রধানগণের সমন্বয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর নির্বাহী কমিটির সদস্ এস এম নুরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন এসভিপি ও ইনচার্জ (অবলিখন ও কাস্টমার সার্ভিস) মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও হেড অব আইট জুয়েল মুন্সী।
সভার সভাপতিত্ব করেন সংগঠন প্রধান মোঃ আরিফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দীন।
উল্লেখ্য যে সভায় কোম্পানির সিইও মহোদয় বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠন প্রধানগণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।