বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামীর ফরিদপুর ১ আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইলিয়াস মোল্লা।
মতবিনিময় কালে অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, আমরা সৎ যোগ্য লোক তৈরী করে একটা মানবিক রাষ্ট্র ও শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সোনার বাংলা গড়তে চাই। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধা ৭ টায় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি খান আসাদুজ্জামান টুনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল হোসেনের পরিচলনায় বক্তব্য রাখেন,প্রেসক্লাবে সাবেক সভাপতি সেকেন্দার আলম শেখ।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌর আমীর প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারী এস,এম, হাফিজুর রহমান, পৌর সেক্রেটারি মিকাইল আহমেদ কোবাদ, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাও আবুল হাসান, শ্রমিক ইউনিয়ন সভাপতি জিয়াউল হাসান বুড়াইচ ইউনিয়ন জামাতের সেক্রেটারী মাওলানা আরিফুজ্জামান,সাংবাদিকগণ প্রমুখ।