বিশেষ প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলফাডাঙ্গা টিমের সদস্যরা সংবাদ সম্মেলন করেছে। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় ডাক বাংলো হল রুমে এ সম্মেলন অনুঠিত হয়।
টিমের সদস্য রইচ উদ্দিন লিখিত বক্তব্য বলেন, গত ১৬ ফেব্রুয়ারী উপজেলা হল রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলফাডাঙ্গা টিমের আয়োজনে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরন করা হয়।
এ সময় একজন শিক্ষার্থীর পিতা আওয়ামী লীগ নেতা মোনায়েম খান নিজে মেয়ের সাথে পুরস্কার গ্রহন করেন। আমরা মুলত তাকে দাওয়াত দেইনাই। দু:খের বিষয় এ অনুষ্ঠানের ব্যানারে আওয়ামী লীগ নেতাকে অতিথি করে কয়েকটি পত্রিকায় মিথ্যা ও মনগড়া ব্যানোয়াট নিউজ করে আমাদের সংগঠনের মানসম্মান ক্ষুন্ন করছে।
আমরা এ মিথ্যা সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় টিমের অন্যতম সদস্য মাসুমা রহমান,সোহান মিয়া, জাবেদ হোসাইন,নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।