বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় উপজেলার ফলিয়া বাজারে বুড়াইচ ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডঃ মোঃ ইলিয়াস মোল্লা।
বুড়াইচ ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ মোঃ আরিফুজ্জামান এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, আলফাডাঙ্গা উপজেলা আমীর মাওঃ মোঃ কামাল হোসাইন, সেক্রেটারী হাফিজুর রহমান, পৌর আমীর প্রভাষক মোঃ ওয়াহিদুল ইসলাম।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যহীন সোনার বাংলা গড়তে চায়। যেখানে ধর্ম বর্নের কোনো ভেদাভেদ থাকবে না সে লক্ষেই জামাতে ইসলামী কাজ করে যাচ্ছে। সকলকে এই যাত্রায় শামিল হওয়ার আহবান জানান। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সাংগঠনিক সেক্রেটারী এস. এম. বিদওয়ান,দপ্তর সম্পাদক মাওঃ আবুল হাসান, যুব বিভাগের সভাপতি মনিরুজ্জামান, শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ জিয়াউল হাসান প্রমুখ।