বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা” তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম। কর্মশালায় উপজেলার আলফাডাঙ্গা সরকারি কলেজ, আফিজ উদ্দিন আলেকজান কলেজ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজ, আলফাডাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালালয় ও ইউনাইটেড একাডেমি পানাইল এর শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
প্যানেল বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ভবেন গাইন, কৃষি কর্মকর্তা তুষার সাহা, জনসাস্থ্য প্রকৌশলী মতিয়ার রহমান, বিআরডিবি কর্মকর্তা হারুনুর রশিদ, একাডেমিক সুপারভাইজার আশরাফ উর রহমান ও উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রিফাত রিয়াজ প্রমূখ।