বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি বিক্রির টাকা না দেওয়ায় এবং অতিরিক্ত জমি জবর দখলের পায়তারার অভিযোগে সদ্য অপসারীত মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (অবঃ) সাবেক সচিব (ফুড পরিচালক) বীর মুক্তিযোদ্ধা এস. এ. কে আজাদ (৭৫)। তিনি উপজেলাধীন পানাইল গ্রামের বাসিন্দা।
আজ শনিবার ৪ জানুয়ারী বেলা ১২টায় ক্যাপে এন্ড বারবিকিউ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য তিনি বলেন, বিগত ১৩ আগস্ট ২০২৩ তারিখে আলফাডাঙ্গা পৌরসভার সদর বাজারে ৬ শতাংশ মধ্যে তিন শতাংশ জমি ততকালীন পৌর মেয়র আলী আকসাদ ঝন্টুর নিকট রেজিস্ট্রার করে বিক্রয় করি। তিন শতাংশ জমির মুল্য বাবদ এক কোটি টাকা দেওয়ার কথা বলে রুপালি ব্যাংকে নিয়ে যায়। ব্যাংকে যাওয়ার পর একাউন্টে টাকা না থাকায় ৫০ লক্ষ টাকার চেক দেন ঝন্টু, আর ৫০লক্ষ টাকা নগদে দেওয়ার কথা বলে মেয়র ঝন্টুর বাসায় আমাকে নিয়ে যায়। বাসায় যাওয়ার পরে নগদ ২০ লক্ষ টাকা দেয় এবং ৩০লক্ষ টাকা আগামী সপ্তাহে দেওয়ার কথা বলে সময় নেন। পরবর্তীতে ২৭ আগস্ট আরও ৫লক্ষ টাকা দেন। এমতাবস্থায় বাকী ৭৫লক্ষ টাকা পরিশোধের জন্য আগের চেক ফেরত নিয়ে পরবর্তী একটি চেক প্রদান করেন। আজ ১৬ মাস বাকী ৭৫ লক্ষ টাকা ফেরত না দিয়ে তালবাহান করছেন মেয়র ঝন্টু। তিনি আরও বলেন টাকা চাইলে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে ঝন্টু। এখন পাওনা টাকা না দিয়ে আমার বাকী তিন শতাংশ জমি দখলের পায়তারা করছেন।
সদ্য অপসারীত মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, আমি তার পাওনা টাকা পরিশোধ করেছি,আমার নিকট কোন টাকা পাবে না।