গাজীপুরে প্রয়াত সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত করেলেন আরজেএফ পরিবার

গাজীপুরে প্রয়াত সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত করেলেন আরজেএফ পরিবার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক, ডেইলি নিউ ন্যাশন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র জেলা শাখার সাবেক সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত করেছেন আরজেএফ পরিবার। এসময় উপস্থিত ছিলেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম,গাজীপুর জেলা আরজেএফ’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, আরজেএফ’র অর্থসচিব মোঃ ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মোঃ মাসুদ আলম, সহ-ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক ড. দীন মোহাম্মদ। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরজেএফ’র গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, ও প্রয়াত সাংবাদিকের ছেলে বাদামী বিপ্লব, সাংবাদিক মো. মোবারক হোসেন, এড. সাইফুল ইসলাম মানিক, শাজাহান, এস এম ইকবাল হোসেন, সাংবাদিক মোঃ জাকির হোসেন, হোসেন আলী, বিপ্লব বৈরাগী, গোলাম রাসুল দিনার, মো. সানাউল্লা ভূঁঞা, মোঃ সাইফুল ইসলাম মানিক প্রমুখ। এ সময় আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, নজরুল ইসলাম বাদামী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি তার সাথে এক সময় কাজ করেছি। তিনি আরজেএফ’র গাজীপুর জেলার সাবেক সভাপতি ছিলেন, নজরুল ইসলাম বাদামীর মৃত্যুতে পরিবারের সকলের প্রতি সমবেদনা জানান এবং আরজেএফ’র পক্ষ থেকে পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আরজেএফ গাজীপুর কমিটির সাধারণ সম্পাদক আবিদ হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। পরে গাজীপুর জেলার আরজেএফ সাধারণ সম্পাদককে নতুন করে কমিটি গঠনের সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন।