সিটি ব্যাংক হেলেঞ্চা বাজার আউটলেটের গ্রাহক সমাবেশ

সিটি ব্যাংক হেলেঞ্চা বাজার আউটলেটের গ্রাহক সমাবেশ

রিয়াজুল ইসলাম রিয়াজ:

৫ বছর পুর্তি উপলক্ষে সিটি ব্যাংক হেলেঞ্চা বাজার আউটলেট শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর শনিবার সকাল ১১টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা বাজার আউটলেট প্রাঙ্গনে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডাঃ সানোয়ার হোসের সঞ্চালনায় ও সিটি ব্যাংক হেলেঞ্চা বাজার আউটলেটের এক্সিকউটিফ অফিসার এ্যান্ড এজেন্ট ওউন্স জাবের হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বুড়াইচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া,

গ্রাহক সমাবেশে বক্তব্য দেন, নাহিদুজ্জামান-এরিয়া ম্যানেজার, রাজন কুমার এস এম ই কর্মকর্তা।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন
আলফাডাঙ্গা প্রেসক্লাব সাঃ সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষক বিমল কৃষ্ণ লষ্কার, সাবেক বি আর ডি বি চেয়ারম্যান, মারজান মিয়া, সাংবাদিক রিয়াজ মুস্তাফিজ।

সিটি ব্যাংক হেলেঞ্চা আউটলেটের এজেন্ট ওউন্স জাবের হোসেন বলেন, পাঁচ বছর ধরে নিষ্ঠা ও সততার সাথে ব্যাংকিং ক্র্যক্রম পরিচালনা করে আসছি। সম্মানীত গ্রাহক ও এলাকাসীর সহযোগীতা ও আমাদের নিরবিচ্ছিন্ন সেবায় পাঁচ বছর অতিক্রম করছে সিটি ব্যাংক হেলেঞ্চা বাজার আউট লেট শাখা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওহাব পান্নু মিয়া বলেন, ইতোমধ্যে সিটি ব্যাংক হেলেঞ্চা বাজার আউটলেট শাখা দুই হাজারের অধিক গ্রাহক তৈরী হয়েছে। সাড়ে তিন কোটি টাকারস্থায়ী ডিপোজিট করেছে।

সমাবেশে বুড়াইচ ইউপি সদস্য আবুল বাশার, মফিজ ঠাকুর, কিবির হোসেনসহ শত শত গ্রাহক, সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।