রিয়াজুল ইসলাম রিয়াজ:
ফরিদপুরের বোয়ালমারী রূপপাত ইউনিয়নের কুমরাইল গ্রামে প্রবাসী দুই ভাই নজরুল শরীফ ও তার ভাই নিজাম শরীফের বাড়িতে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গভীর রাতে বাসাবাড়িতে ‘ডাকাতি’ হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর ) রাত ১ টা থেকে ৩ টা মধ্যে এ ঘটনাটি ঘটে।
বোয়ালমারী থানাধীন রূপকপাত পুলিশ ফাঁড়ি এস.আই আইনুল এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রবাসী নজরুল ও নিজাম দুই ভাইয়ের স্ত্রী ডাকাতির বিষয় সাংবাদিকদের জানান, গভীর রাতে তাদের জানালার গ্রিল কেটে মুখোশ পরা ছয়(৬) ডাকাত ভিতরে প্রবেশ করে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে তাদের পরিবারের সদস্যদের হাত-মুখ ও পা বেঁধে ফেলে। এ সময় প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৮ লক্ষ টাকা, প্রায় এক ঘন্টা ঘরের মধ্যে থাকা ওয়্যারড্রপ, আলমারি, শোকেস, কাপড়-চোপড় তছনছ করে বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতেরা।
ডাকাতির বিষয়ে খবর পেয়ে বোয়ালমারী থানাধীন রূপকপাত পুলিশ ফাঁড়ি এস.আই আইনুল ঘটনা স্থল পরিদর্শন করেন এবং বিষয়টি তদন্ত চলছে বলেও জানান।