মানবিক রাষ্ট্র গড়তে চায় মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদ

মানবিক রাষ্ট্র গড়তে চায় মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদ

ঢাকা অফিস :

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে “মানবিক বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয়-শীর্ষক আলোচনা” অনুষ্ঠান ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল-আজাদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বর্তমান সচিব নির্মল রোজারিও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম রাব্বানী, বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক এনামুল হক, গ্রামীণ ব্যাংকের সাবেক সহ সভাপতি সাগিরুর রশিদ চৌধুরী, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স লিমিটেড এর ডিএমডি সাবির আহমেদ ভূঁইয়া, নারী মুক্তি কণ্ঠ সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক কোহিনূর আক্তার তুহিনসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা প্রত্যেকেই বলেন, মানবিক বাংলাদেশ বিনির্মান এখন সময়ের দাবী। আগত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী সদস্য মেহেবুবা আক্তার। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন এইচ.এম রাসেল সুলতান।

অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনটির মহাসচিব মায়ারাজ বলেন,
“মানুষ যখন মানবিক হবে; রাষ্ট্র তখন মানবিক হবে। মানবিক হওয়া ছাড়া কোনো রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে চলতে পারে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রানা। সভাপতির বক্তব্যে বলেন, “মানবিক হোক-নতুন বাংলাদেশ”। তিনি মানবিক বাংলাদেশ বিনির্মানে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মঞ্জুর হোসেন ঈসা।