বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে সাবেক সভাপতি সেকেন্দার আলমের পিতা বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার শেখের পিতা আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি নজির মিয়ার রুহের মাগফেরাতে দোয়া ও আলোচনা সভায় আয়োজন করা হয়েছে। একই দিনে সাবেক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হারাণ মিত্র ও সিনিয়র সদস্য মিজানুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করা হয়। শনিবার বিকেলে প্রেসক্লাবের স্থায়ী ভবনে
প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দু অংশগ্রহণ করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সৈয়দ আমিনুর রহমান, সাবেক সভাপতি সেকেন্দার আলম ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার শেখ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু।