নিজস্ব প্রতিবেদক:
সাংগঠনিক প্রশিক্ষন কর্মশালার আয়োজন ও গনমাধ্যম কমিশনের কাছে প্রস্তাবনা পেশ বিষায়ক এক মতবিনিময় সভা করেছে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)। গত ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় পুরানা পল্টনের খানাবাসমতি রেষ্টুরেন্ট এর দ্বিতীয় তলায় আরজেএফ এর মহাসচিব সেকেন্দার আলম শেখ এর এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। অর্থ সম্পাদক মোঃ ফারুকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরজেএফ এর ভাইস- চেয়ারম্যান মাহাবুব আরা দুলু, যুগ্ন মহাসচিব মেহেদী হাসান লিটন,স্থায়ী পরিষদ সদস্য মুঞ্জুর হোসেন ইসা, গোলাম আজম মনির, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শেখ আজিম উদ্দিন,মহিলা বিষয়ক সম্পাদক উর্মী আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ নুর হোসেন নুরু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম,তথ্য ও গবেষনা সম্পাদক নাহিদা আক্তার পপি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল শিকদার,সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ঈশা খাঁ, কুমিল্লা জেলা আরজেএফ এর সভাপতি আবু হাসনাত সজীব, সাধারণ সম্পাদক আফসানা আক্তার মিম। সাধারণ পরিষদ সদস্য মৃধা আলম প্রমুখ। মতবিনিময় শেষে প্রশিক্ষন কর্মশালা ও গনমাধ্যম সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা পেশ ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে একটি উপকমিটি গঠন করা হয়। এ ছাড়াও আরজেএফ এর আয়োজনে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।