সহস্রাইল বাজারে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

সহস্রাইল বাজারে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

মোঃ আবু বক্কর সিদ্দিক:

ফরিদপুেরর বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে সাউথইস্ট ব্যাংক এর সহস্রাইল আউটলেট(এজেন্ট শাখার) উদ্বোধন করা হয়েছে।

১৯ নভেম্বর বেলা ১১টায় ভাটিয়াপাড়া মাঝকান্দি আঞ্চলিক মহাসড়কের সহস্রাইল বাজারের মোল্যা মার্কেটের দ্বিতীয় তলায় এজেন্ট শাখা ও নিচতলায় এটিএম বুথ এর উদ্বোধন করা হয়েছে। মার্জিয়া ফ্যাশান হাউজের সত্বাধিকারী মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও তৈয়বুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক ফরিদপুর শাখার এক্সিকিউটিভ অফিসার গাজী জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, সহস্রাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ বদিউল ইসলাম পান্নু,বাজার বনিক সমিতির সভাপতি চুন্নু বিশ্বাস, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন।

বক্তব্য রাখেন সহস্রাইল বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক রনি সিকদার, ব্যবসায়ি ফিরোজ আহমেদ, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, গোলাম আজম মনির, বুখারী মল্লিক প্রমুখ।