ঢাকা অফিস :
বিচারাধীন মামলার জমি প্রতিপক্ষের নামে নামজারি করার প্রতিবাদে কাফনের কাপড় পড়ে মানববন্ধন করে ৭২ ঘন্টার মধ্যে প্রতিকার চেয়ে আল্টিমেটাম দিয়েছে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবার। টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার( এসিল্যান্ড) ও কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারদের বিরুদ্ধে এই কর্মসূচি পালিত হয়।
আজ সোমবার(১৮ নভেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে ও ভেতরে এই কর্মসূচি পালিত হয়। শেষে একটি স্বারকলিপিও জমা দেয় তারা।
৪৮ পরিবারের অভিযোগ থেকে জানা যায়, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) ও কাশিমপুর ভূমি অফিসের তহসিলদাররা ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের বিচারাধীন মামলার ১৫০ শতক জমি বেআইনিভাবে নাম জারি ও জমাভাগ করেন। ভুক্তভোগীরা তহসিল অফিসে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের মারধর করে অফিস থেকে বের করে দেয়। অথচ তহসিল অফিস অন্যায়ভাবে তাদের প্রতিপক্ষের নামে তাদের জমি খারিজ দিয়ে দেয়। এই বিষয়ে আন্দলনকারীরা বিভিন্ন জায়গায় প্রতিকার চেয়ে না পেয়ে বাধ্যহয়ে কাফনের কাপড় পড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বলে জানান। মানববন্ধনে ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ৭২ ঘন্টার মধ্যে প্রতিকার দাবী করেন।
মানববন্ধন শেষে গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এর কাছে সরাসরি গিয়ে স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বানু বেগম,জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা ও শিক্ষার্থী উর্মি আক্তার, খুশি বেগম, মাজেদা বেগম, সামেলা বেগম, রেহানা আক্তার ও ইসমাইল মিয়া প্রমুখ।
এ বিষয়ে সহকারী কমিশনার( ভূমি) টঙ্গী সার্কেল সাইদুজ্জামান বলেন, আমার আসার এক সপ্তাহ হলো। বিষয়টি জানিনা, জেনে ব্যবস্থা নিব।