ঢাকা অফিস :
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ-২০২৪ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়।এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজ বিবৃতি দিয়েছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ বলেন, বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আমরা নানা কর্মসূচি পালন করে এসেছি। এই কালো আইনে ফ্যাসিবাদ সরকার সাংবাদিক, রাজনৈতিক এবং অবৈধ সরকারের বিরুদ্ধে যে কথা বলছে বা ফেইসবুকে লিখেছে তাকেই গ্রেফতার ও নির্যাতন করেছে।সাইবার কালো আইন মামলায় এখনো যারা গ্রেফতার রয়েছে তাদের সকলকে মুক্তি দিতে হবে এবং সকল মামলা প্রত্যাহার করে নিতে হবে। আমরা বিশ্বাস করি খুব দ্রুত আইন মন্ত্রনালয়ের মধ্যমে চূড়ান্তভাবে কালো আইন বাতিল করে সরকারি ভাবে প্রজ্ঞাপন দেবে।