বিশেষ প্রতিনিধি :
“দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচসা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমীন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম মাসুদুল হাসানের সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা হিমান্ত রায়।
এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা সমবায় অফিসার মোঃ মাজহারুল হক, উপজেলা বিএনপি প্রতিনিধি খোশবুর রহমান খোকন, জামাতি ইসলামী আমীর কামাল হোসেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.ইকবাল হোসেন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,যুব মহিলা উদ্যোক্তা রীতা তাসমেরী জেরিন ও সাব্বির হোসেন।
আলোচনা শেষে ৫ জন যুবক ও যুব মহিলার মাঝে ৫ লাখ ৯০হাজার টাকার চেক তুলে দেয়া হয়। সেই সাথে ৯০ জনকে ৬০০ টাকা করে প্রশিক্ষণের যাতায়াত ভাড়া এবং ৫ জনের মাঝে ১৫টি গাছের চারা ও ৩০ জন যুবকর্মীকে প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়।