মোঃ শাহিদুল ইসলাম :
ফরিদপুরের আলফাডায় গাঁজা সহ ২জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের ২ জনের নামে একাধিক মামলা করেছে । শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রাম থেকে আহাদ মোল্যার ছেলে আলামিন মোল্যা (২৯) ও বোয়ালমারী তেলজুড়ি বাজার থেকে মোফাজ্জল হোসেনের ছেলে আনিসুর রহমান ওরফে আরিফ বিশ্বাস (৩৩) কে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আলামিন মোল্যার বিরুদ্ধে তিনটি ও আরিফ বিশ্বাসের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আলফাডাঙ্গা বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রাম থেকে তিন মামলার আসামি আলামিন মোল্যাকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে জানান পাশ্ববর্তী বোয়ালমারী থানার তেলজুড়ি বাজার থেকে আরিফ বিশ্বাসের কাছ থেকে সাত হাজার টাকা দিয়ে ৫০০ গ্রাম গাঁজা ক্রয় করেন। তার দেওয়া তথ্যর ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ওই রাতেই বোয়ালমারী থানা থেকে আরিফ বিশ্বাসকে আটক করে। আরিফ বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, গোপন তথ্যর ভিত্তিতে ৫০০ গ্রাম গাঁজাসহ আলামিনকে নিজ বাড়ি পাকুড়িয়া থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যর ভিত্তিতে আরিফ বিশ্বাসকে আটক করা হয়েছে। দু’জনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।