আলফাডাঙ্গায় সীমানায় মধুমতি থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার 

আলফাডাঙ্গায় সীমানায় মধুমতি থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার 
Oplus_131072

মোঃ শাহিদুল ইসলাম:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রুদ্র বানা এলাকায় মধুমতি নদীতে নিখোঁজ হওয়ার দুইদিন পর  শিশু সামিয়া(২) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২১ অক্টোবর ) বিকেল ৪ টায় সময় বানা ইউনিয়নে চায়না মিল সংলগ্ন মধুমতি নদী থেকে উদ্ধার করে। নিহত শিশু সামিয়া পার্শ্ববর্তী  মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ওসেদপুর গ্রামে মো. মাজেদুল মোল্লার মেয়ে।

নিহতের বাবা মাজেদুল বলেন,আমার মেয়ে নানির(সায়েরা বেগম) সাথে গোসল করার পরে সামিয়াকে পাড়ে বসিয়ে রেখে কাপড় পাল্টাতে যায়।ফিরে আসার মধ্যে পানিতে পড়ে নিখোঁজ হয়।পরে অনেক খোজাখুজি করে না পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস,মাগুরা ডুবুরী দল,এবং নৌপুলিশকে অবগত করা হয়।

রবিবার (২০ অক্টোবর) সকাল ৭ টা থেকে ৫ টা পর্যন্ত উদ্ধারকাজ চালালে খুজে পাওয়া যায়নি।থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্হলে এসে মেয়ের লাশ সনাক্ত করি।

 

জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন,স্হানীয় লোক মোবাইলে সংবাদ দিলে পুলিশ ফোর্স পাঠায়ে উদ্ধার করে থানায় আনা হয়েছে।