আলফাডাঙ্গায় ধানক্ষেত থেকে পেশাদার চোরের মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় ধানক্ষেত থেকে পেশাদার চোরের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া হাফেজিয়া মাদ্রাসার পাশে ধানক্ষেত থেকে রবিউল ইসলাম রবু (৪৫) নামে এক পেশাদার চোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ এবং গুরুতর আহত অবস্থায় তোতা ফকির (৪০) নামে অপর এক ব্যক্তিকে আজ ১১ অক্টোবর শুক্রবার  সকালে তাদের উদ্ধার করা হয়।

 

নিহত  গোপালগঞ্জ জেলার  কাশিয়ানী উপজেলার খায়েরহাট বেলতলা এলাকার মৃত. মোদাচ্ছের ফকিরের ছেলে রবিউল ইসলাম রবু। আহত ওই একই গ্রামের চুন্নু ফকিরের ছেলে তোতা ফকির।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা ধানক্ষেতে দুইজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে তাদের মধ্যে রবিউল ইসলাম রবুকে মৃত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এছাড়া তোতা ফকিরকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহত ব্যক্তির শরীরের একাধিক স্থানে বিদ্যুৎস্পর্শের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া অপরজনের হাতে বিদ্যুতের শটের চিহ্ন রয়েছে।

 

নিহত রবিউল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম  সকালে ফেসবুকে স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে আলফাডাঙ্গা থানায় এসে মরদেহ শনাক্ত করেন।

 

উভয়ের নামে আলফাডাঙ্গা, কাশিয়ানী সহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

 

 আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, ধানক্ষেত থেকে একজনকে মৃত অবস্থায় ও অপরজনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, গভীররাতে তারা দু’জন একসঙ্গে চুরি করতে এসে বিদ্যুৎস্পর্শে এ দুর্ঘটনার স্বীকার হয়েছেন।  আগেও তারা বিভিন্ন চুরির সাথে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।