ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু

রিয়াজুল ইসলাম রিয়াজ:

ষষ্ঠীপূজা ও চন্ডী পাঠের মধ্যদিয়ে শুরু হয়েছে সনাতনীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাক,ঢোল, কাঁসা ধুঁপকাঠি, এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ। পাঁচ দিনের এই উৎসবকে আনন্দমুখর করে তুলতে নানা আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর সদরের শ্রী শ্রী হরিমন্দিরে দুর্গা মায়ের বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠীপূজা সম্পন্ন হয়েছে। এ দিন সকাল থেকেই চন্ডিপাঠে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পুজা মন্ডপ।

তিথি অনুযায়ী মন্দির ও মন্ডপে বোধনের ঘট স্থাপন করা হয়েছে। ভক্তের ভক্তি, নিষ্ঠা আর পূজার আনুষ্ঠানিকতায় মাতৃরূপে দেবী দুর্গা অধিষ্ঠিত হবেন মন্ডপে। এবার দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন ধরনীতে,স্বগে ফিরে যাবেন গজে আরোহন করে।

আলফাডাঙ্গা পূজা উদযাপন পরিষদ এবং উপজেলা প্রশাসনের তথ্য মতে আলফাডাঙ্গা উপজেলায় মোট ৪১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তন্মেধ্যে পৌর সভায় ১১টি, গোপালপুর ইউনিয়েন ১টি, বুড়াইচ ইউনিয়নে ২টি, টগরবন্দ ইউনিয়নে ৭টি,আলফাডাঙ্গা সদর ইউনিযনে ৭টি, বানা ইউনিয়নে ৭টি ও পাঁচুড়িয়া ইউনিয়নে ৬টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পৌর সদরের হরিমন্দিরের ২৫১ প্রতিমার মন্ডপ ইতোমধ্যে জেলার মধ্যে সুনাম কুঁড়িয়েছে।

গত ২ অক্টোবর মহালয়ার মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। যা আগামী ১৩ অক্টোবর বিজয় দশমী ও সিদুর উৎসবের মধ্যে দিয়ে শেষ হবে।

আলফাডাঙ্গা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, ঢাকা টাইমস কে বলেন, এবারের শারদীয় দুর্গোৎসবকে সাফল্য মন্ডিত করতে সেনাবাহিনী, র ্য ব, পুলিশের স্ট্রাইকিং ফোর্স মন্ডপে মন্ডপে থাকবে। পাশাপাশি প্রত্যেকটা মন্ডপে আনসার ভিডিপির সদস্যগন নিরাপত্তা বিধানে কাজ করবে। এ ছাড়া প্রত্যেকটা মন্দিরে নিজস্ব ভলান্টিয়ার বাহিনী থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, আমাদের আলফাডাঙ্গা একটি ছোট্ট উপজেলা। এখানকার সাম্প্রদায়ীক সম্প্রীতির বন্ধন অত্যন্ত চমৎকার। পারস্পারিক সৌহার্দপূর্ন ও ভাতৃত্ববোধের বন্ধনের ভিত্তিতে এখানে আমরা বাস করি। মহান মুক্তিযুদ্ধের পর থেকে অদ্যাবধি আলফাডাঙ্গায় কোন সাম্প্রদায়ীক অঘটন ঘটেনি। আমরা আশা করছি এবারও আনন্দঘন পরিবেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে এই উৎসব পালন করব।

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এনায়েত হোসেন বলেন, আলফাডাঙ্গার শান্তি প্রিয় মানুষ ধর্ম বর্ণ বিভেদ ভুলে মিলে মিশে এক সাথে বাস করে। সম্প্রীতির দৃঢ় বন্ধন রয়েছে এখানে। আশা করি কোন অপ্রীতিকর ঘটনা ঘটবেনা। অন্যান্য বছরের মত এবারও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনায়েত হোসেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) হারুন অর রশিদ, জানান, উপজেলা পুজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। প্রশাসনের পক্ষ হতে সর্বাত্বক সহযোগীতা করা হবে।

দেবী দূর্গতীনাশিনীর আগমনে সকল অশুভ অপশক্তির বিনাশ হয়ে, সত্য সুন্দর সম্প্রীতির বাংলাদেশ অটুট থাকবে, শারদীয় দুর্গোৎসব কে সামনে রেখে এমন প্রত্যাশা আলফাডাঙ্গা উপজেলার সকল সনাতন ধর্মের অনুসারীদের।