অন্তর্বর্তীনকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে আরজেএফ এর অভিনন্দন

অন্তর্বর্তীনকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে আরজেএফ এর অভিনন্দন

ঢাকা অফিস :

অন্তর্বর্তীনকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’। আরজেএফ নেতৃবৃন্দ বলেন, আমরা আশাবাদী উপদেষ্টা পরিষদ একটি নির্দলীয় নিরপেক্ষ সংবাদপত্র শিল্প উপহার দিতে কাজ করবেন। সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন। সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যর বিচার নিশ্চিত করবেন এবং পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করবেন। কোটা আন্দোলনের সময় নিহত সাংবাদিকদের সরকারি কোষাগার থেকে আর্থিক অনুদান প্রদান এবং সরকারি খরচে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ব্যবস্থা গ্রহণ করবেন। আরজেএফ নেতৃবৃন্দ আরো বলেন, অনতিবিলম্বে বন্ধ গণমাধ্যম খুলে দিতে হবে। আরজেএফ নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, উপদেষ্টা পরিষদের নেতৃত্বে আগামীর গণমাধ্যম হবে জনকল্যাণ ও রাষ্ট্রের সফলতায় নিবেদিত।