শাহিদুল ইসলাম:
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য দপ্তর কর্তৃক পুরস্কার পেলেন তরুণ উদ্যোক্তা শাহাজালাল মৎস্য ও ডেইরি ফার্মের স্বত্তাধিকারী ও লেবাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক তাজমিনউর রহমান তুহিন। তুহিনসহ তিন উদ্যোক্তর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীনসহ অতিথিবৃন্দ।
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্পার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে র্যালী, পোনামাছ অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রণব পান্ডের পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মনিরুল হক, ভাইস চেয়ারম্যান ইয়াসিন মাষ্টার, নারী ভাইস চেয়ারম্যান আছিয়া আক্তার। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার ভবেন বাইন ও বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া পান্নু প্রমুখ।
তরুণ উদ্যোক্তা শাহাজালাল মৎস্য ও ডেইরি ফার্মের স্বত্তাধিকারী ও লেবাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তাজমিনউর রহমান তুহিন বলেন,মৎস্য চাষ সম্প্রসারণ, দেশে আমিষের যোগান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিক জাতীয় অর্থনীতিতে রুপাুন্তরিত করতে হলে এক ফসলি, ডোবা ও কৃষি কাজে অব্যবহৃত জমা জমিতে নতুন করে ঘের তৈরি করতে হবে। এ ছাড়াও মৎস্য খাদ্য ও চিকিৎসার ঔষুধ পত্রের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য মৎস্য খাদ্যের উপর ভর্তুকি প্রদানসহ মৎস্য ও মৎস্য চিকিৎসার ঔষুধ পত্রের ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহার এবং চাষীদের ব্লকের মত মাছ চাষের জন্য মৎস্য চাষীদের ভর্তুকি মুল্যে বিদ্যুৎ সরবরাহ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেন তাজমিনউর রহমান তুহিন।