“”মাদারীপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় বিষয়ক অর্ধ- বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত “”

“”মাদারীপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় বিষয়ক অর্ধ- বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত “”

নিজস্ব প্রতিনিধ :— বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয় অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের বাস্তবায়নে,ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও স্হানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং মাদারীপুর জেলা প্রশাসকের আয়োজনে আজ ২৭/০৫/২০২৪ তারিখ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৫৯ টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মাদারীপুর জেলার সন্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্হানীয় সরকারের সহকারী পরিচালক সেবক মন্ডল।
সভায় সঞ্চালক হিসেবে উপস্থিত থেকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন মাদারীপুর জেলার এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউর হাসানাত খান।তিনি মাসিক ত্রৈমাসিক রিপোর্ট নিয়ে আলোচনা করেন এবং গ্রাম আদাল আইন ২০০৬ সংশোধনী ২০২৪ নিয়ে সকলের মাঝে আলোচনা করেন।সভায় গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা যেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় সেই দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। এবং প্রতিটি ইউনিয়নের ডকুমেন্টেশন সংরক্ষণ করার জন্য পরামর্শ দেন।সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা কো-অর্ডিনেটরগন।