আলফাডাঙ্গাতে রাতের আঁধারে হামলা-মালামাল লুটপাটের অভিযোগ। বাড়ির জমিতে অবৈধ ভাবে টিনের বেড়া তৈরি

আলফাডাঙ্গাতে রাতের আঁধারে হামলা-মালামাল লুটপাটের অভিযোগ। বাড়ির জমিতে অবৈধ ভাবে টিনের বেড়া তৈরি

বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিজমা নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে বাড়িতে প্রবেশ করে হামলা করে মালামাল লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
২৬ নভেম্বর রোববার রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দিন রাতে মো.শামীম হোসেনসহ ১২ জন ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওবাইদুর রহমানের স্ত্রী শাহিনা বেগম।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের ওবাইদুর রহমানের সাথে পাশ্ববর্তী দাউদুল আলমের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে ২৬ নভেম্বর রোববার রাত ৮ টার দিকে বিবাদীগন পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র নিয়ে ওবাইদুর রহমানের বাড়িতে প্রবেশ করে গালাগাল করতে থাকে। এর প্রতিবাদ করতে গেলে ওবাইদুর রহমান ও তাঁর স্ত্রীকে মারধর করা হয়। এসময় বসতঘর থেকে মালামাল লুটপাট করা হয়। উভয় পক্ষের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলকারীরা স্থান ত্যাগ করেন।

সরেজমিন গিয়ে দেখা যায়,দাউদুল লোকজন নিয়ে ঔ দিন রাতে লুটপাটের আগে ওবাইদুর বোন এর জায়গায় অবৈধ ভাবে টিনের বেড়া তৈরি করে ।

এ বিষয় নিয়ে দাউদুল আলমের সাথে কথা হলে জানান, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো.হাবিল হোসেন।

 

More News...

যথাযোগ্য মর্যাদায় আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস পালিত

বোয়ালমারীতে আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন