রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিক নির্যাতন কোন ভাবেই কাম্য নয় ———– সাহিদুর রহমান টেপা

রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিক নির্যাতন কোন ভাবেই কাম্য নয় ———– সাহিদুর রহমান টেপা

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি আলহাজ্ব সাহিদুর রহমান টেপা বলেছেন রাজনৈতিক কর্মসূচিতে গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও নির্যাতন কোনভাবেই কাম্য নয়।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সকল রাজনৈতিক কর্মসূচির সংবাদ দেশবাসীকে অবহিত করার জন্য তা প্রচার করে থাকে। তাদের নিরাপত্তার দায়িত্ব রাস্ট্রকে নিতে হবে। পাশাপাশি আইন শৃংখলা বাহিনী রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা দায়িত্ব পালন করে থাকে। তাদেরকেও যথাযথভাবে দায়িত্ব পালন করার সুযোগ দিতে হবে। সাহিদুর রহমান টেপা আরও বলেন, গত ২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের উপর হামলা ও পুলিশ পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক। এ ধরনের ঘটনা কোন ভাবেই কাম্য নহে। তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত বিচার দাবী করেন।
১২ নভেম্বর রবিবার দৈনিক ঘোষণা কার্যালয়ে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর নব নির্বাচিত কমিটির একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরজেএফ এর মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ, যুগ্ন মহাসচিব লুৎফুন নাহার রিক্তা, অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম আর এ সুজন মাহমুদ, জনকল্যান বিষয়ক সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, দপ্তর সম্পাদক ফাতেমাতুজ জোহরা।

সভাপতির বক্তব্যে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন ২৮ অক্টোবর একটি রাজনৈতিক কর্মসূচিতে আরজেএফ মানবাধিকার বিষয়ক সম্পাদক এম আর সুজনের উপর পল্টন মোড়ে পুলিশ নির্যাতন করে এবং কাকরাইলে আরজেএফ কাউন্সিলর রুবিনা শেখের উপর দূর্বৃত্তরা হামলা করে। এ ছাড়াও ঐ দিন প্রায় ৫০ জন সাংবাদিক আহত হয়। ঐ দিনের টিয়ারগ্যাস আক্রান্ত হয়ে পর দিন সিনিয়র সাংবাদিক নিহত হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এ সব ঘটনার সাথে জড়িতদের বিচার করতে হবে।

More News...

যথাযোগ্য মর্যাদায় আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস পালিত

বোয়ালমারীতে আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন