স্টাফ রিপোর্টারঃ
আরজেএফ’র কার্য নির্বাহী কমিটি কর্তৃক আরজেএফ’র নতুন আহবায়ক কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে ঢাকার পল্টনে খানাবাসমতি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন, আরজেএফ’র চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম ও সঞ্চালনা করেন, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন, আরজেএফ’র আহবায়ক মাহাবুব আরা দুলু ও সঞ্চালনা করেন, সদস্য সচিব এডভোকেট মোঃ শাহিন। অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নেতৃবৃন্দকে কমিটির পত্র তুলে দেন এবং ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন, আরজেএফ’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান সেকেন্দার আলম শেখ, স্থায়ী পরিষদ সদস্য মোঃ ফারুকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক উর্মী রহমান, যুগ্ম আহবায়ক তাজমিনুর রহমান, সদস্য কাজী শাফিউর রহমান, সদস্য বিন ইমামুল মুরসালিন বাপ্পি, ঢাকা বিভাগ সমন্বয়ক এম আর এ সুজন মাহমুদ, সাধারণ পরিষদ সদস্য লায়ন মনোয়ারা বেগম প্রমূখ।