আলফাডাঙ্গায় সালিশ বৈঠকে যুবককে মারধরের অভিযোগ

আলফাডাঙ্গায় সালিশ বৈঠকে যুবককে মারধরের অভিযোগ

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিজমা সংক্রান্ত একটি সালিশ বৈঠকে মো. আলীরাজ শরীফ (৩০) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার রাতে পৌরসভার হিদাডাঙ্গা এলাকার উত্তরপাড়া ক্লাব ঘরে এ ঘটনা ঘটে। আহত আলীরাজ শরীফ ওই এলাকার মৃত. ফায়েক শরীফের ছেলে।

এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগীর ভাই মো. সোহেল শরীফ ৮ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, ওই একই এলাকার রাজিবুল শরীফের সাথে আলীরাজ শরীফের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর সৈয়দ রোমান আলীর মধ্যস্থতায় উভয়পক্ষ সালিশি বৈঠকে বসে। পরে উভয়পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিবুল শরীফের লোকজন আলীরাজ শরীফকে দেশীয় অস্ত্র দিয়ে চোখসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আলীরাজ শরীফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত রাজিবুল শরীফ জানান, ‘আলীরাজ শরীফ সালিশ অমান্য করে সভা স্থান ত্যাগ করে। পরে তাকে ধরে আনতে গিয়ে ধস্তাধস্তি হয়েছে। তবে আমরা তাকে কোন মারধর করিনি।”

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

More News...

যথাযোগ্য মর্যাদায় আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস পালিত

বোয়ালমারীতে আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন